
রোববার মধ্যরাতে রাঙামাটি শহরে আগুন পুড়লো অন্তত: ১০ টি বসত। শহরের কাঠালতলি এলাকার মোল্লাপাড়ায় রাত আনুমানিক ১ টায় এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রায় ৫০ মিনিট স্থায়ী আগুনে পুড়ে গেছে অন্তত: ১০ টি পরিবারের সকল সহায় সম্বল। ঠিক কিভাবে আগুন লেগেছে তাৎক্ষনিকভাবে কেউ জানাতে পারেনি।
তবে স্থানীয় এলাকাবাসি ও ফায়ারসার্ভিসের প্রানান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

ঘটনাস্থলে থাকা কামাল হোসেন জানিয়েছেন,হ্রদ তীরবর্তী পাড়াটির দশটি ঘর পুড়েছে,কেউ কোন কিছু বাঁচাতে পারেনি। সবই পুড়ে গেছে। এর মধ্যে আবার একটি পরিবার ঈদে বাড়ী যাওয়ায় ঘর বন্ধ ছিলো তাদের। তাদের সব কিছুই পুড়ে গেছে।
আগুনে নেভানোর কাজে ভূমিকা রাখা যুবলীগ নেতা আবু তৈয়ব জানিয়েছেন, আগুন পরিবারগুলো পুরো নি:স্ব হয়ে গেছে। কেউ কিছুই রক্ষা করতে পারেনি।
রাঙামাটি ফায়ারসার্ভিসের ফায়ারম্যান নুরুল আবছার রাত ২.২৮ মিনিটে জানিয়েছেন, আমাদের টীম ফিরেনি এখনো,তাই বিস্তারিত জানাতে পারছিনা। তবে আগুন নিভানোর সংবাদ তারা অফিসকে নিশ্চিত করেছে।
10 ti noy agune porese 12 ti bosut bari….