‘আজো খুঁজি কৈশরের সোনালী অতীত’ এই শ্লোগানে গত ১৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের পুনর্মিলনী-২০১৭।
ওইদিন সকালে স্কুল মিলনায়তন মাঠে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়েই শুরু হয় দিনের কর্মসূচী।
এরপর নিহত তিন বন্ধু শওকত আলম এন্ড্রো,কেশব শীল এবং ইউসুফ আমির ইমনের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে স্মৃতিচারণ অনুষ্ঠানে বন্ধুরা একে এক পুরনো দিনের স্মৃতি তুলে আনেন। এরপর বিভিন্ন খেলাধূলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে স্কুল ক্যাম্পাসে একটি চম্পা ফুল গাছের চারা লাগানো হয়। স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয় একটি সম্মাননা স্মারক। একই সাথে স্কুলের সকল শিক্ষকের হাতে তুলে দেয়া হয় স্মৃতির উপহার।
বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাচের বন্ধুরা ছাড়াও সঙ্গীত পরিবেশন করে রাঙামাটির আলোচিত ব্যান্ড দল সাইক্লোন।
বেলা শেষে যখন অনুষ্ঠান শেষ করে ফিরছিলো সবাই,তখন সব বন্ধুর চোখে জল। আবারো এইভাবে প্রতিবছর মিলিত হওয়ার প্রত্যয় নিয়েই ঘরে ফেরা বন্ধুরা যেনো একে অপরের ঝাপসা চোখেই খুঁজে নিয়েছে ফেলে আসা দিন আর স্কুলবেলা।
nice