বন্ধুদের সাথেই বেড়াতে এসেছিলো ছেলেটি। কে জানতো রাঙামাটির রূপসী কাপ্তাই হ্রদের নীলজলেই সলিল সমাধী হবে তার।
বুধবার রাঙামাটি এসে আরো তিনবন্ধুসহ রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স এর সংলগ্ন হ্রদে সাঁতার কাটতে নেমেছিলো ঢাকার মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজ এর উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী গোলাম মোহাম্মদ নেহাল। কিন্তু কোন এক কারণে সাঁতার কাটা শেষে বন্ধুরা উঠে এলেও সে আর উঠতে পারেনি তীরে। দীর্ঘ খোঁজাখুঁজি শেষে রাতে কাপ্তাই থেকে আসা নৌবাহিনীর ডুবুরিরা তার লাশ উদ্ধার করেছে। নিহত নেহাল ঢাকার জিগাতলার বাসিন্দা এবং জনৈক নুরুল কবির ভূঁইয়ার পুত্র।
রাঙামাটির কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানিয়েছেন, নিহত নেহাল এর পরিবারে খবর দেয়া হয়েছে। তারা রাতেই আসছেন। তারা আসলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।
Kv dukkho jonok go2na.