রাঙামাটির কাপ্তাই উপজেলায় বুনো হাতির আক্রমণে রেমং প্রু মারমা (৪২) নামের এক পল্লী চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। গত সোমবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। আহত পল্লী চিকিৎসক উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা গ্রামের ছোথোয়াই প্রু ছেলে। আহত চিকিৎসককে সোমবার রাতেই কাপ্তাইয়ে অবস্থিত চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে (মিশন হাসপাতাল) ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, প্রতিদিনের মতো রাত নয়টার দিকে সে ফার্মেসী বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমথ্যে রাস্তার পাশের জঙ্গল থেকে বুনোহাতি বের হয়ে তাকে আক্রমণ করে। পরে তার আর্তচিৎকার শুনে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। ততক্ষণে হাতিটি পালিয়ে যায়। এতে সে প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়।
ইউপি চেয়ারম্যান জানান, সাম্প্রতিক সময়ে কাপ্তাইয়ে বুনোহাতির বিচরণের কারণে সাধারণ মানুষ আক্রমণের শিকার হচ্ছেন। ইতোপূর্বে কয়েকজন আহতও হয়েছেন।