৪র্থ উপজেলা নির্বাচনের ৫ম ধাপে ৩১ মার্চ অনুষ্ঠিতব্য বিলাইছড়ি উপজেলায় ৪টি প্যানেলে ওরা ১১জনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। চারটি প্যানেলের- আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে জয় সেন তঞ্চঙ্গ্যা, ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে তরুন কান্তি তঞ্চঙ্গ্যা (তঙ্গবী), মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে নিরূপা তঞ্চঙ্গ্যা, জেএসএস সমর্থিত প্যানেলে চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকে শুভ মঙ্গল চাকমা, ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে অমৃত সেন তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে শ্যামা চাকমা, স্বতন্ত্র প্যানেলে চেয়ারম্যান পদে চিংড়িমাছ প্রতীকে উৎপল বিকাশ তঞ্চঙ্গ্যা, ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে কন্যা চন্দ্র তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে সুদিপ্তা তঞ্চঙ্গ্যা, ৪ বিএনপি সমর্থিত প্যানেলে চেয়ারম্যান প্রার্থী বিহীন ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে শান্তিরায় চাকমা (রায়বাবু), মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে নাউচা মার্মাসহ মোট ১১জন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতায় চিংড়িমাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী উৎপল বিকাশ তঞ্চঙ্গ্যার সাথে কাপ পিরিচ প্রতীকে জেএসএস প্রার্থী শুভ মঙ্গল চাকমার কিছুটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকলেও শুভ মঙ্গল চাকমা বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। তবে নানান বিবেচনায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জয় সেন তঞ্চঙ্গ্যার কিছুটা পিছিয়ে আছেন বলেই মনে করা হচ্ছে।
বিলাইছড়ি উপজেলার এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৩২০ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৯২৪৮ ও নারী ভোটার ৮০৭২ জন। মোট ১১টি ভোট কেন্দ্রের ৫৩ টি বুথে ভোট গ্রহন চলবে।
নির্বাচনী বিধি মোতাবেক সোমবার রাত ১২টা হতে সকল প্রকার নির্বাচনী সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় সকল প্রার্থী নির্বাচনী প্রচারণা শেষ করছেন।