রাঙামাটি জেলার বিলাইছড়িতে মোটর সাইকেল দুর্ঘটনায় মোটরবাইক চালক জীবলাল চাকমা (২৮) মারাত্মকভাবে আহত হন এবং অপর এক আরোহী প্রিয়জয় তঞ্চঙ্গ্যা (৩০) গুরুতরভাবে আহত হয়েছেন। রবিবার আনুমানিক বিকাল সাড়ে ৫টার সময় ধুপ্যাচর ও উপজেলা সংযোগ ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।
বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ দায়িত্বরত উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার চাইগ্যউ মার্মা জানান, চালক জীবলাল চাকমা মারাত্মকভাবে আহত হন। অপরজন প্রিয়জয় তঞ্চঙ্গ্যার অবস্থাও আশংকাজনক। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নূরুল ইসলাম জানান, দুর্ঘটনায় দু’জনের মধ্যে একজনের অবস্থা খুব আশঙ্খাজনক এবং তার সেন্স নেই। অপর একজনের সেন্স থাকলেও সেও মারাত্মক ভাবে আহত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার না থাকায় তাদের উন্নয়ত চিকিৎসার জন্য আমার স্পীড বোট এবং বিলাইছড়ি সেনা জোনের আরেকটি এক স্পীড বোটযোগে রাঙামাটি হয়ে চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে পাঠানে হয়েছে।