দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিলাইছড়ি উপজেলা বিএনপির সহসভাপতি চা থোয়াই রোয়াজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি রবীন্দ্রলাল চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারের কথা জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা নির্বাচনে কাজ করা, দলের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে চা থোয়াইকে বিএনপির সহ-সভাপতির পদসহ দলের প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার করা হয়েছে।