‘জনগণের দোর গোড়ায় সেবা’ শ্লোগানকে সামনে রেখে বিলাইছড়িতে ৫ ও ৬ মে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা’২০১৪ আয়োজন করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল ১০ টায় উপজেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত এ ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার এর সঞ্চালনায় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমরজীব চাকমা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক শাক্যপ্রিয় বড়ুয়া।
উপজেলার সরকারী বিভাগ, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়স, ব্র্যাক, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র এবং নিজস্ব উদ্যোক্তা প্রতিষ্ঠানসহ মোট ১৮টি প্রতিষ্ঠান এ মেলায় অংশনেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তক্যের ভিডিওচিত্র মাল্টি মিডিয়ায় প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।