আমি যদি শীতাতপ নিয়ন্ত্রিত কিংবা
ফ্যানের বাতাসে মোহিত হয়ে
প্রকৃতির বাতাসের প্রতি হই বিদ্বেষী
তাহলে কি সেটা হবে আমার নৈতিকতা?
আমার যদি সর্বোচ্চ উচ্চতর ডিগ্রি তেকেই থাকে
যদি জাতিতে জুম্মো হই-
যদি ভালোবাসি পাশ্চাত্য সং®কৃতিকে
বিদ্বেষ পোষন করি বিঝুর মত একটি উপলক্ষকে
তাহলে সেটা কি হবে আমার মনুষ্যত্ব?
আমি যদি কোট টাই পরা একটি
নিরেট ভদ্রলোক হয়ে থাকি
যদি জাতিতে হই আদিবাসী
যদি ভিটেমাটি হারা একটি জুমিয়া
যদি ক্ষণিকের আশ্রয় চাই
আমি তাকে দাড়োয়ান দিয়ে যদি
তাড়িয়ে দিই
সেটাই হবে কি আমার মানবতা?
যদি তাই হয়——–
প্রশ্ন?? বিবেকের কাছে ——।