বান্দরবান শহর যুবলীগের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।শহর যুবলীগের সহসভাপতি মোঃ আকবর হোসেনকে আহ্বায়ক করে একত্রিশ(৩১)সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
শহর যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয় এবং জেলা যুবলীগের আহবায়ক মোঃ হোসেনকে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করায় বিলুপ্ত কমিটির সভাপতি শহীদুল আলম মিন্টুকে সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।