বান্দরবানে সরকারী মহিলা কলেজে পিঠা উৎসব করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ চত্বরে আয়োজিত পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বান্দরবান সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া। এসময় কলেজের শিক্ষক শিক্ষিকা, গনমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দিনব্যাপী পিঠা উৎসবে পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠার স্টল স্থান পায়। কলেজের শিক্ষার্থীরাই এই স্টলগুলো পরিচালনা করেন। বিভিন্ন শ্রেণী পেশার লোকজনেরা পিঠা উৎসবে ভীড় জমান।
মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া বলেন, শিক্ষার্থীদের আয়োজনে এই পিঠা উৎসব বান্দরবানে ভিন্ন আমেজ তৈরি করেছে। আগামীতে কলেজের পক্ষ থেকে এখানে বড় আকারে পিঠা উৎসব আয়োজন করা হবে।
