আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবান ও খাগড়াছড়ির বেশ কয়েকটি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। পার্বত্য চট্টগ্রামসহ বৃহত্তর চট্টগ্রামে উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার দায়িত্বপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বুধবার এসব প্রার্থীদের নাম ঘোষণা করে দলীয় নেতাকর্মীদের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নিদের্শ দিয়েছেন।
বিএনপির একক প্রার্থীরা হলেন বান্দরবানের লামা উপজেলায় চেয়ারম্যান পদে থোয়াইনুঅং চৌধুরী,ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান সরাবান তহুরা,থানচি উপচেলায় চেয়ারম্যান পদে খামলাই ¤্রাে,রুমা উপজেলায় ভাইস চেয়ারম্যান জিম সম বম,মহিলা ভাইস চেয়ারম্যান আরতি ত্রিপুরা,রোয়াংছড়ি উপজেলায় ভাইস চেয়ারম্যান ক্য সাইনু,মহিলা ভাইস চেয়ারম্যান কাউসাং।
খাগড়াছড়ি সদর উপজেলায় কংচাইরি মগ মাস্টার,ভাইস চেয়ারম্যান তরুন আলো দেওয়ান,মহিলা ভাইস চেয়ারম্যান আরনা চাকমা,পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে অনিমেষ চাকমা রিংকু,ভাইস চেয়ারম্যান রোমেল মারমা,মহালছড়ি উপজেলায় ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,রামগড় উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম,মাটিরাঙা উপজেলায় চেয়ারম্যান পদে তাজুল ইসলাম,ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান হিনু বেগম,মানিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে এনামুল হক এনাম,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সিরাজ,মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম এর নাম ঘোষণা করা হয়েছে।