পার্বত্য দুই জেলা খাগড়াছড়ি এবং বান্দরবানে নতুন পুলিশ সুপার পদায়ন করেছে সরকার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলার বর্তমান পুলিশ সুপার মো. আহমার উজ্জামানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে এবং তার স্থলে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরির্দশক মোহাম্মদ আব্দুল আজিজকে দায়িত্ব দেয়া হয়েছে।
একইভাবে বান্দরবান জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারকে বরিশাল মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করে তার স্থলে পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার বেগম জেরিন আখতারকে দায়িত্ব দেয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রনালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস’র সাক্ষরে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। বদলীকৃত পুলিশ সুপারদের নতুন কর্মস্থলে যোগদানের পূর্বেই আগামী ২৪ ডিসেম্বর জননিরাপত্তা বিভাগের ব্রিফিং এ যোগ দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে এই প্রজ্ঞাপনে।