উপজেলা নির্বাচনে বান্দরবানের চার উপজেলার ৮৭টি কেন্দ্রে শান্তিপূর্ন ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গননার কাজ। বৃহস্পতিবার সকাল আটটা থেকে দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বান্দরবানে লামা, রুমা, থানছি এবং রোয়াংছড়ি চার উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত। এখানে চার উপজেলায় ১ লক্ষ ৫৯৪৫ জন ভোটারের বিপরীতে লড়ছেন ১৩ জন চেয়ারম্যান প্রার্থী। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনী কাজে নিয়োজিত ছিল ৮৭ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারসহ প্রায় দেড় হাজার কর্মী বাহিনী। এছাড়াও ভোট কেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী ছাড়াও প্রায় ১ হাজার জন পুলিশ সদস্য মোতায়েন ছিল। একাধিক ম্যাজিষ্ট্রেট ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষন করেন। ভোট গ্রহণ শেষে বর্তমানে ভোট গননার কাজ চলছে।

VOTE CHORA NEPALI DHUA TULSI PATA MONTRIR ELAKI ABAR SANTHI PURNO VOTE LOJJA PAILAM
SOSOSHTRO SONTRASIRA RAJOSHOLI AWAMILEAQUER UPOJELA CHAIRMAN PRARTHIKE GULI KORE MERE FELAR POR ONEK UPJELAR JOGGHO BECKTIRAO VOIE PRARTHI HOTE CHAICHE NA