নাশকতার মামলায় বান্দরবানে শ্রমিকদল সাধারণ সম্পাদক মোহাম্মদ কামালকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে জেলা শহরের বাসস্টেশন থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, অবরোধ চলাকালে সোমবাররাতে বান্দরবানের কসাইপাড়া এলাকায় যানবাহন ভাংচুর এবং নাশকতা সৃষ্টির ঘটনায় জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল’কে গ্রেফতার করা হয়েছে। সদর থানায় তার বিরুদ্ধে যানবাহন ভাংচুরের মামলা রয়েছে। নাশকতা ঘটনার চেষ্টাকারি অভিযুক্ত সকলকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন জানান, যানবাহন ভাংচুরের ঘটনায় নাশকতা তৈরির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা ঘটনার চেষ্টা করলেই গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।