বান্দরবানে পোশাক কারখানার কর্মীসহ দুই জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় নমুনা পরীক্ষায় রিপোর্টে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র বলছে, বান্দরবানের লুম্বিনি পোশাক কারখানার এক শ্রমিক করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তার বাড়ি কক্সবাজারের ঈদগড় এলাকার বাসিন্দার। অপরদিকে জেলা শহরের স্বর্ণমন্দির এলাকা বাসিন্দার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যাটা দাঁড়াল ১৯ জনে। তারমধ্যে ১০ জন রোগী ইতিমধ্যে সুস্থ হয়েছেন।
এদিকে শনাক্ত রোগী এবং সংস্পর্শে আশা মানুষদের আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আনতে মাঠে নেমেছে স্বাস্থ্য বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনী।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই মারমা জানান, উপসর্গ থাকায় নমুনা সংগ্রহের সময় শনাক্ত হওয়া রোগীদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছিল। সোমবার শনাক্ত রোগীদের হাসপাতালে আনতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেছেন। রোগীসহ সংস্পর্শে আসা লোকজনদের কোয়ারেন্টিনে রাখা হবে।