পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিস্পত্তি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব জাতীয় সংসদের চলতি অধিবেশনেই পাশ করার দাবিতে বান্দরবানে মিছিল-সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)। মঙ্গলবার বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জনসংহতি সমিতির জেলা সভাপতি চিংহ্লা মং চাকের সভাপতিত্বে সমাবেশে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য রয়েল ডেবিড বম, জনসংহতি সমিতির জেলা সম্পাদক ক্যবা মং মারমা, বান্দরবান সদর উপজেলা সভাপতি উসাচিং মারমা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে অশান্তির আগুন জ্বলছে। কিন্তু পার্বত্যাঞ্চলের প্রধান সমস্যা ভূমি জটিলতা নিরসনে কোনো সরকারই সদিচ্ছা দেখায়নি। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য শান্তির চুক্তি মোতাবেক পার্বত্য ভূমি কমিশন আইনের ১৩ দফা সংশোধিত প্রস্তাব দ্রুত জাতীয় সংসদে পাশ করে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
একই দাবীতে উজানী পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে।