গুম-হত্যা,গনগ্রেফতার বন্ধ’সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবান বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূইঁয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ’সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি এবং সারাদেশে গুম-হত্যা বন্ধের দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বিএনপি নেতা এ্যাড. কাজী মহোতুল হোসেন , জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিয়া উদ্দিন, মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক দোলতুল কবির খান, যুগ্ন সম্পাদক ওমর ফারুক রাশেদ, ফারুক আহম্মেদ, জাহাঙ্গীর আলমসহ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেছেন, ‘গুম-হত্যা এবং গ্রেফতার করে ক্ষমতায় স্থায়ী হওয়া যাবে না। কোনো অগতান্ত্রিক সরকারই তা পারেনি। বর্তমান অবৈধ সরকারও পারবে না।’