নানা আয়োজনে বান্দরবানে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দুপুরে ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী’কে ঘিরে জেলা ছাত্রদল’সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে আনন্দ র্যালী করেছে। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পদক্ষিণ করে। পরে বান্দরবান বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী। জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো: ওসমান গনি, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ন সম্পাদক মুজিবুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদল সেক্রেটারী দোলতুল কবির খান, সহ-সভাপতি জিয়া উদ্দিন, মুসলিম উদ্দিন, যুগ্ন সম্পাদক ওমর ফারুক রাশেদ, জাহাঙ্গীর আলম, কলেজ ছাত্রদলের সভাপতি মোরশেদ বিন ওমর’সহ ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আরো দেখুন
বিজিবি-মাদককারবারি গোলাগুলি, ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি সঙ্গে মাদক চোরাকারবারীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে চার লাখ পিস …