বান্দরবানে আটশ লিটার চোলাই মদ আটক করা হয়েছে। বুধবার সদর উপজেলার রেইছা এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, সদর উপজেলার রেইছা মুরং ঝিড়ি খামার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, মদ তৈরীর ১ কেজি উপকরণ এবং ১২টি খালী বালতি আটক করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়া কাউকে গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় বান্দরবান সদর থানার একটি জিডি করা হয়েছে।
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …
Police mod dore tahole mod khai kn? Publice jodi mod khai oporadi r police jodi mod khai enjoy.