বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শহর বান্দরবানে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে আটটায় ঐতিহ্যবাহী স্থানীয় রাজারমাঠ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র নেতৃত্বে বাংলা নববর্ষ বরণের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পাহাড়ী বান্দরবানে বসবাসরত পাহাড়ী-বাঙালীসহ ১৪টি জনগোষ্ঠীর তরুন-তরুনী, শিশু-কিশোর এবং নারী-পুরুষেরা নিজস্ব পেষাকে ভিন্ন ভিন্ন সাঁজে অংশ নিয়েছেন।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের বিগ্রেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা’সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে রাজারমাঠস্থ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বাঙ্গালীর ঐতিহ্যবাহী খাবার পান্তা, ইলিশ, আলু ভর্তা ভাতের আয়োজন রয়েছে। পরে রাজারমাঠস্থ মঞ্চে পাহাড়ী-বাঙ্গালী শিশু-কিশোর এবং শিল্পীদের পরিবেশনায় চলে ঝমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানও।
এদিকে বিকাল তিনটায় পুরুষদের বলিখেলা এবং মহিলাদের দাড়িয়াবান্দা খেলা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিকালে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।