বান্দরবানে নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) উপসর্গ নিয়ে একজন নারীর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় করোনা উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট, সর্দি-কাশি, গলা ব্যথা নিয়ে তার মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, খবর পেয়ে তারা নমুনা সংগ্রহের জন্য পুলিশসহ স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম পাঠিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর ছবুর বলেন, মারা যাওয়া নারী করোনা উপসর্গ নিয়ে এতদিন বাড়িতেই চিকিৎসা নিয়ে ছিলো। বুধবার দিবাগত রাতে সাড়ে এগারোটার সময় তার মৃত্যুর খবর গ্রামবাসীরা আমায় জানায়। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। স্থানীয়দের মধ্যে এক ধরণের আতঙ্ক তৈরি হয়েছে এই মৃত্যুতে।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে নমুনা সংগ্রহের জন্য একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। নিয়মানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’