বান্দরবানে গরীব ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরন করেছে এপেক্স ক্লাব। শনিবার বিকালে জেলা সদরের লুলাইন হেডম্যান পাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়েজ আহম্মদ বলেছেন, নিজের প্রয়োজনের সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার বিকল্প কিছু নেই, শিক্ষাই পারে স্বয়ংসম্পূর্ন সমৃৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলতে। তাই শিক্ষার উন্নয়নে এবং শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ গড়ে দিতে সরকারের পাশাপাশি বেসরকারী সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জেলা এপেক্স ক্লাবের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, জেলা এপেক্স ক্লাবের সাধারণ সম্পাদক কামাল পাশা, লুলাইন হেডম্যান পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডমেচিং মারমাসহ স্থানীয় হেডম্যান, কার্বারী, ইউপি সদস্য উপস্থিত ছিলেন। এদিকে জেলা এপেক্স ক্লাবের সভাপতি নুরুল আমীন চৌধুরী জানান, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে জেলার অন্যান্য অঞ্চলেও পর্যায়ক্রমে শিক্ষা সামগ্রি বিতরণ করা হবে। এছাড়াও জেলা সদরসহ আশপাশের এলাকাগুলোতে বসবাসকারী শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এপেক্স ক্লাব বান্দরবানে সেবা মূলক কার্যক্রম প্রসারিত করার ক্ষেত্রে সকলের সহযোগিতা চেয়েছে।
আরো দেখুন
স্ত্রীর সঙ্গে অভিমান করেই লামু মার্মার আত্মহত্যা
স্ত্রীর সঙ্গে অভিমান করে বান্দরবানের লামা উপজেলায় লামু মার্মা (২২) নামের এক ব্যক্তি গলায় ফাঁস …