বান্দরবানে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসন চত্বরে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এর আগে জেলা প্রশাসন চত্বর থেকে পার্বত্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিন করে। র্যালীতে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকীব আহমেদ চৌধুরী, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল্লাহ নূরী, জেলা সিভিল সার্জন অনুপ দেওয়ান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যাসাপ্রু মারমা’সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫টি স্টল স্থান পেয়েছে।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, ভোটের রাজনীতি সরকার করেনা। উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী আওয়ামীলীগ সরকার। উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় সবধরণের প্রদক্ষেপ গ্রহণ করা হবে। কখন কার ক্ষতি হলো, কার মনে কষ্ঠ পেলো এগুলোর দ্বার ধারেনা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। তিনি আরো বলেন, বিদ্যুতের ঘাটতি নেই। তারপরও লোডশেডিং করা হচ্ছে। সরকারী সংস্থার দায়িত্বশীল কর্মকর্তার দায়িত্বহীন কর্মকান্ডের কারণে ভোগান্তির শিকার হচ্ছে জনগন। বান্দরবান’সহ তিন পার্বত্য জেলায় কোথায় কোন উন্নয়ন কর্মকান্ড হয়েছে সেটি এঅঞ্চলের জনগন জানে। নতুন করে বলার প্রয়োজন নেই। আরো কি কি করতে হবে সেগুলোর পরিকল্পনা নেয়া হচ্ছে।