বান্দরবানে ৯১২ পিস ইয়াবাসহ উহ্লামং মার্মা (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বান্দরবান বাজারের ট্রাফিক মোড় এলাকার সুগন্ধা আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। আটক উহ্লামং মার্মা থানচি উপজেলায় তিন্দু ইউনিয়নের অংথোয়াইপ্রু কার্বারিপাড়ার মৃত অংহ্লাপ্রু মার্মার ছেলে।
পুলিশ জানায়, উহ্লামং মার্মা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বাজারের সুগন্ধা আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় ৯১২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম সরকার জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।