বান্দরবানে পৌরসভার উদ্যোগে শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজার নেতৃত্বে পুলিশসহ পৌরসভা লোকজনরা জেলা শহরের হাফেজঘোনায় কেন্দ্রীয় বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মাণ করা একটি ক্লাবঘর ভেঙ্গে দেয়া হয়েছে। এছাড়াও পৌরসভার জায়গার উপর অবৈধভাবে নির্মাণ করা আরো কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এসময় পৌর সচিব তৌহিদুল ইসলাম ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমানসহ স্থানীয় লোকজনরা উপস্থিত ছিলেন। শহর পরিস্কার-পরিচ্ছনতার অংশ হিসেবে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।
পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা জানান, পৌর কেন্দ্রীয় বাসস্টেশনের জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা ক্লাবঘরটি ভেঙ্গে দেয়া হয়েছে। শহর পরিচ্ছন্ন রাখতে এবং পৌর এলাকা দখলমুক্ত করতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া বলেও জানান তিনি।
বান্দরবানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
