বান্দরবানের লামায় অপহৃত রাবার বাগানের কর্মচারী অপহরণকারিদের হাত থেকে মুক্তি পেয়েছেন । বুধবার রাত পৌনে ৭ টায় অপহৃত শিমুল রাবার বাগানের কর্মচারী মংথোয়াই চিং মারমা (২৮) অপহরণকারীদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে এসেছেন বলে একটি সূত্র দাবি করেছে। তবে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাজাহান খান জানান, বিজিবি-পুলিশের জোরালো অভিযানের মুখে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহৃত মংথোয়াই চিং মারমা’কে ছেড়ে দিয়েছে। সে শারীরিক সুস্থ আছেন বলেও জানান ওসি।
তবে স্থানীয় একটি সূত্র দাবী করেছে অপহরণকারী সন্ত্রাসীদের মোটা অংকের মুক্তিপন দিয়েই অপহৃত কর্মচারীকে ছাড়িয়ে আনা হয়েছে। অপহৃত কর্মচারী লামা উপজেলার সাপেরঘেরা গ্রামের লুইমু মারমা কার্বারীর (পাড়া প্রধানের) ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার ভোরে জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিরেরডিব্বা এলাকার শিমুল রাবার বাগানে হানা দিয়ে ৯/১০ জন মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী বাগানের কর্মচারী মংথোয়াই চিং মারমা’কে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের কয়েকঘন্টার পর অস্ত্রধারীরা মোবাইলফোনে অপহৃতদের আত্মীয় স্বজনের কাছ থেকে ৩ লক্ষ টাকা মুক্তিপন দাবী করেছিলো।
আরো দেখুন
লামায় জেলা পরিষদ নির্মাণাধীন সেতু ধসের শঙ্কা
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বড়পাড়া সংলগ্ন ইয়াংছা খালের ওপর কোটি টাকা …