বান্দরবানে উজানী পাড়ায় অগ্নিকান্ডে ক্ষগ্রিস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে জেলা শহরের উজানীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আনুষ্ঠানিকভাবে ত্রাণের টাকা বিতরণ করেন পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা। এসময় অন্যান্যদের মধ্যে প্যানেল মেয়র মংহ্নচিং মারমা, পৌর সচিব তৌহিদুল ইসলাম’সহ পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা জানান, পৌরসভার পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তিন হাজার টাকা করে ১৩টি পরিবার’কে নগদ ৩৯ হাজার টাকা দেয়া হয়েছে। অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে মানুষকে আরো বেশি সতর্ক হতে হবে। সতর্কতায় পারে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে।
প্রসঙ্গত, শুক্রবার ভোরে জেলা শহরের উজানীপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে ১০টি বসতবাড়ি এবং ৩টি দোকান সম্পূর্ন আগুনে পুড়ে যায়।
বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রান বিতরণ
