বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম’সহ দুই জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, কক্সবাজার পিসিআর ল্যাবের পরীক্ষায় বৃহস্পতিবার দুই জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তারা হলেন- জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম এবং হিলভিউ বেসরকারি হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) মো. কামরুল। এ নিয়ে বান্দরবান জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৮ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন বলেন, মহামারী করোনাভাইরাসের সংক্রমনের প্রথম থেকেই জনগণের সেবায় মাঠে ছিলেন জেলা প্রশাসক মহোদয়। সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতা জনগনের দৌড় গোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কষ্ট করেছেন। মাঠে কাজ করতে গিয়ে করোনাভাইরাসের সংক্রমিত হয়েছেন। আক্রান্তরা সবাই সুস্থ হয়ে উঠবেন আল্লাহর রহমতে।