বান্দরবানে আজিজগরের চাম্বী বাজার থেকে এক হাজার টাকার জাল নোট’সহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে লামা উপজেলায় আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার থেকে স্থানীয়দের সহায়তায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মরিয়ম বেগম (২৩)। গ্রেফতারকৃত মরিয়ম উপজেলার ফাইতং ইউনিয়নের সুতাবাদি পাড়ার মো. সোয়াইব এর স্ত্রী।
আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই স্বপন কুমার সাহা জানান, এক হাজার টাকার একটি জাল নোট চাম্বি মফিজ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে খুচরা করতে চাই গ্রেফতারকৃত মরিয়ম। ব্যবসায়ীরা যাচাই বাছাই করে দেখেন নোটটি জাল। বিষয়টি নিশ্চিত হয়ে দোকানদের সহায়তায় ঐ নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত, জেলার আলীকদম উপজেলা’সহ বিভিন্ন স্থানে জাল টাকার ছড়াছড়ি চলছে। গতবছরও বিপুল জাল টাকা, কম্পিটার, প্রিন্টার্স’সহ কয়েকজন জাল টাকা পাচারকারীকে আলীকদম বাজার থেকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
আরো দেখুন
লামায় জেলা পরিষদ নির্মাণাধীন সেতু ধসের শঙ্কা
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বড়পাড়া সংলগ্ন ইয়াংছা খালের ওপর কোটি টাকা …