রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পশ্চিম ব্লক এলাকায় ১২টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্থানীয় প্রশাসন।
শনিবার সকালে পশ্চিম ব্লক এলাকায় উপজেলা প্রশাসনের একটি টিম গিয়ে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান হাবিব জিতু জানিয়েছেন, একটি পরিবারে কয়েকজনের সর্দি, কাশি, জ্বরের মতো কিছু করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সেই পরিবারটির সদস্যরা আশপাশের অন্য পরিবারগুলোর সঙ্গে মেলামেশা করেছে। সেজন্য ওই পরিবারটিসহ আশপাশের ১২টি পরিবারকে আমরা হোম কোয়ারেন্টিনে রেখেছি।