নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রভাবে কার্যত লকডাউনে সারাদেশ। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী খেটে-খাওয়া মানুষ। এমতাবস্থায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকার ১৫০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন বাঘাইছড়িস্থল চট্টগ্রাম সমিতি।
এসময় উপস্থিত ছিলেন, সমিতির সদস্য অধ্যাপক আমির হোসেন আমির, তাহের হোসেন, মো. হামিদ, মো. আফছার হোসেন, মো. আজগর আলী, মো. ইকবাল হোসেন ও মো নুর আলম প্রমুখ।
সমিতির সাধারণ সম্পাদক এবিএম মুজাহিদুল ইসলাম বাতেন বলেন, বাঘাইছড়ি সমিতি চট্টগ্রাম একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিসাধ্যানুযায়ী সেবা অব্যাহত থাকবে। তিনি সংগঠনের নেতৃবৃন্দের প্রতি এবং যারা আর্থিক ও শারীরিক সহায়তা দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সমিতির সভাপতি মো. হাবিব উল্লাহ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।