আমার বাংলা চর্যাপদের কাহ্ন ডোম্বী সরহপাদ
বৈঞ্চবগীতি মঙ্গলকাব্য রাধা কৃঞ্চের প্রণয় স্বাদ।
বাংরার রূপ মধুর সনেট বিহারীলালের প্রভাতি গান
রবি ঠাকুরের প্রণয়গাঁথা কবি নজরুলের বিদ্রোহী প্রাণ।
বাংলা আমার গড়েছে শরীর জীবানানন্দের সোনালী চিল
আল মাহমুদ শামসুর রাহমান জসীমউদ্দীনের ধানের বিল।
বাংলা আমার হাসন লালন যামিনি জয়নুলের তুলি
গালাম বরকত রফিক জব্বার কিভাবে তাদের ভুলি।
বাংলা আমার হাজার যুগের স্নিগ্ধ শ্যামল মায়াবী বোর
বাংলা আমার ভাষার লড়াই আমার প্রাণের মধুর সুর।