রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় বিলাইছড়ি উপজেলা দলের কাছে হেরেছে বরকল উপজেলা দল। শুক্রবার বিকেলে রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলায় বিলাইছড়ি উপজেলা ২-০ গোলে বরকল উপজেলাকে পরাজিত করে।
খেলার প্রথমার্ধের ২৫ মিনিটে বিলাইছড়ি উপজেলা দলের স্ট্রাইকার রূপম চাকমা গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেয়। প্রথমার্ধের ৩৫ মিনিটে বিলাইছড়ি উপজেলা দলের রূপম চাকমা আবারো গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে না পারায় বিলাইছড়ি উপজেলা দল বরকল উপজেলা দলকে ২-০ গোলে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মোঃ সোহেল। শনিবার একই মাঠে কাপ্তাই উপজেলা দলের বিপক্ষে মাঠে নামবে রাজস্থলী উপজেলা দল।
আমার মামার বাড়ি বিলাইছড়ি,এতো সহজে কি হারতে পারি?