বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার বরকল উপজেলায় যুব ও সহশিক্ষা কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বরকল উপজেলার ভাইস চেয়ারম্যান বিধান চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সুবীর চাকমা। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রেডক্রিসেন্ট এর সেক্রেটারি জিসান বখতেয়ার,বরকল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আহম্মদ,যুব রেডিক্রিসেন্টর যুব প্রধান রাকিব হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা রেডক্রিসেন্ট এর কার্যক্রম সম্পর্কে বিশদ ধারণা প্রদান করেন এবং এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভায় বরকলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সরকার ২০১০ সাল থেকে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যুব ও সহশিক্ষা কার্যক্রমকে বাধ্যতামূলক ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৩ সদস্যবিশিষ্ট দল থাকার নিয়ম করা হয়েছে। এই বিষয়টি সম্পর্কেই বিশদ ধারণা প্রদান করে রেডক্রিসেন্ট। এর আগে জেলার আরো সাতটি উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।