রাঙামাটি জেলার বরকল উপজেলার ছোটহরিণায় মরাথেগা বিওপিতে ছোটহরিণা জোনেরর উদ্যোগে ৮০টি গরীব ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
‘সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা’- এ স্লোগানকে সামনে রেখে শীতার্ত মানুষদের মাঝে উষ্ণতা ছড়াতে তাদের পাশে দাঁড়িয়েছে বিজিবি ছোটহরিণা জোন। সোমবার সকালে ছোটহরিণা জোন সদরে স্থানীয় গরীব ও দুস্থ পরিবারের শীতার্ত মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন ছোটহরিণা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আতিক চৌধুরি, বিএসপি।
এ উদ্যোগের বিষয়ে জোন কমান্ডার বলেন, সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি পাহাড়ের শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে চেষ্টা করছি। মানব কল্যাণে আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’