রাঙামাটির বরকলে বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন তার দুই মেয়ে। শনিবার সকালে রাঙামাটির উপজেলার ভূষণছড়া ইউনিয়নের সরকার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ নাজমা আক্তার (৩৮) সরকার পাড়ার বাসিন্দা ছিলেন।
নিহত নাজমার মেয়ে ময়না খাতুন (১৬) ও কুলসুম আক্তারকে (১৪) রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরকল থানার ওসি আব্দুর করিম জানান, সকালে নাজমা দুই মেয়েকে নিয়ে বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তারা আহত হন। উদ্ধার করে বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।