আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ দাবি করে নির্বাচন বাতিল করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং।
তিনি শুক্রবার বান্দরবানে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শুক্রবার সন্ধ্যায় বান্দরবান বাজারস্থ ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সহসভাপতি ইয়াছিনুল হক রিপনের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিটন, জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক এম. আইয়ুব খান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলীহায়দার বাবলু, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন জিকসহ ছাত্রদলের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বক্তব্য রাখেন।