রাঙামাটিতে ৪র্থ ও শেষ দফা উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার চারটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার ভোটগ্রহণ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়া মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
জেলা রিটার্নিং অফিস সূত্র জানায়, চতুর্থ দফা নির্বাচনে রাঙামাটির চারটি উপজেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতি কেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতি উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও বিজিবির দুই প্লাটুন করে সদস্য থাকবে। প্রয়োজনানুসারে তা কমবেশি হতে পারে। রাঙামাটি সদরে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। বাকী উপজেলাগুলোতে চারজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে।
জেলা রির্টানিং কর্মকর্তা রফিকুল করিম জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন সর্তক রযেছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রশাসন প্রস্তুত।