দেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা খাগড়াছড়ি সফর করছেন। তিনি বৃহষ্পতিবার দুপুরে খাগড়াছড়ি পৌছেই খাগড়াছড়ি জেলা জজ আদালত, দায়রা জজ আদালত, জেলা ম্যাজিষ্ট্রেসি ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি আদালতসমূহ পরিদর্শন করেন। প্রধান বিচারপতি এসকে সিনহা এজলাসে গিয়ে বিচারিক কার্যক্রম, আইনজীবীদের শুনানী, কোর্টের বিশ্লেষণ ইত্যাদি পর্যবেক্ষন করেন। তিনি জেলা ও দায়রা জজ এবং অন্যান্য বিচারক ও ম্যাজিষ্ট্রেটদের সাথে কথা বলেন। সুবিধা-অসুবিধার খোঁজ-খবর নেন। পরে খাগড়াছড়ি বার এসোসিয়েশনের পক্ষ হতে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছেন, দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে বিচার বিভাগ কাজ করছে। তিনি বলেন, এ অঞ্চলের জনগোষ্ঠির কৃষ্টি-সংস্কৃতি রক্ষায় সরকার সংবিধানের সাথে সামঞ্জস্য রেখেই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছে। পৃথিবীর বিভিন্ন দেশেও এ চুক্তি আছে। বিকালে খাগড়াছড়ি জজশীপের জুডিশিয়াল সম্মেলনে অংশ নেন। শুক্রবার তিনি খাগড়াছড়ি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশের কোন প্রধান বিচারপতির এটাই প্রথম খাগড়াছড়িতে সফর।
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …
যাওয়ার আর টাইম পাইলেন না !!!