রাঙামাটির ৪০টি পুজা মন্ডপের শারদীয় দুর্গোৎসব পরিচালনা কমিটির সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় উপস্থিত ছিলেন, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, জেবুন্নেসা রহিম, ত্রিদীপ কান্তি দাশ।
সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশের সকল সম্প্রদায়ের উৎসব শান্তিপূর্নভাবে উদযাপনে একে অপরের সহযোগিতা করতে হবে। উৎসব হলো সকল সম্প্রদায়ের মিলন মেলা। উৎসবে একে অপরের সাথে সাক্ষাৎ হয় কথা হয়। আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে যাতে পালন করতে পারে সে বিষয়ে তিনি জেলা প্রশাসন, আইন শৃংখলা বাহিনী, পুজা উদযাপন কমিটি ও জেলা পরিষদ সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান।
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …