পুলিশের কাজে বাধা দেয়ায় রাঙামাটির কোতয়ালি থানা পুলিশ একজনকে আটক করেছে। আটককৃতের নাম রমজান আলী (২৭), সে রাঙামাটি পার্কের জায়গা বেদখলের অন্যতম হোতা এবং ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে নানা সামাজিক অপকর্মের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মনু সোহেল ইমতিয়াজ জানান, শহরের এক ভাঙ্গারি দোকানিকে দা দিয়ে কুপিয়ে হাতের কব্জি কেটে দেয় রমজান। আহত অবস্থায় ভাঙ্গারি দোকানি রুবেলকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সকালে পুলিশ অভিযুক্ত রমজানকে ধরতে গেলে পুলিশ সদস্যর উপর চড়াও হয়ে হামলা চালায় সে। এতে এক পুলিশ সদস্যও আহত হয়। পরে রমজান ও তার সহযোগিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।
আরো দেখুন
বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে মুক্তিযোদ্ধার জয়
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাঙামাটি বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু …
লাভ কি ? এর আগেও বহুবার ধরা খাইছে, আবার বাইরও হইছে। এগুলোকে এমন শিক্ষা দেয়া উচিৎ যে বাপের নাম ভুইলা যায়।