পাহাড় প্রেমী মানুষের বুকের স্পন্দনধ্বনি
শুধু বারম্বার আগমনী ঘোষনা করছে
কিছু আসন্ন শোকের ভয়ে,
মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলছে ব্যথিত জননীর মতো
পাহাড়ে বুঝি কিছু অকল্যাণ হবে।
তবে এটি হবে বিয়োগান্তক
এই হল পাহাড়ের বর্তমান অবস্থা
সবাই রুদ্ধশ্বাসে প্রতীক্ষা করছে।
পাহাড়ের দিকে চেয়ে
কখন আমার সবুজ পাহাড়ের অদূরে
সব ভূমি বেদখল হয়ে যাবে
পাহাড় গ্রাসী লোভীদের দখলে ।
ব্যথিত জননীর বুক হাহাকার করে
সম্মূখে মৃত্যুকে দেখে,ধ্বংসকে দেখে
১৯৯৭ সালের পার্বত্য চুক্তি পাহাড়ের সজ্জাগ্রহণের
এক অভূতপূর্ব মুহূর্ত।
বাস্তবিক আমার ভাবতে অবাক লাগে
আমার জন্ম পরিচিত পাহাড়
ধীরে ধীরে তলিয়ে যাবে অপরিচয়ের গর্ভে
ধ্বংসের সমুদ্রে
এটাই কি আামদের বিশ্বাস করতে হবে ?
আরো দেখুন
জেসমিন সুরভী’র কবিতাগুচ্ছ
নির্মম কি নির্মম এই পৃথিবী, কি নির্মম এই বাস্তবতা? কত যে কত নিকৃষ্টতা, কোথায় যে …