খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীর ‘ফোর স্টার’ ইট ভাটাকে সাইংগুলি পাড়া এলাকায় পাহাড় কাটার দায়ে ভাটার মালিক হাজী মমিনুল হকের ছেলে মো. মশিউর রহমান তারেককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার সকালে ফোর স্টার ইট ভাটার জন্য মাটি কাটার অপরাধে তিনটি ড্রাম ট্রাক পিকাপসহ চালকদের আটক করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. তুষার আহমেদ। পরে পাহাড় কাটার অপরাধে ফোর স্টার ইট ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
স্থানীয়রা জানিয়েছেন, গুইমারা উপজেলায় পূর্বে তিনটি ইট ভাটা ছিলো। গত বছরে নতুন করে যোগ হয়েছে আরও দুটি ।প্রতিটি ইট ভাটায় ৬টি করে প্রতিদিন মোট ত্রিশটি ড্রাম ট্রাকে মাটি আনা-নেওয়া করে ।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. তুষার আহমেদ বলেন, ‘পাহাড় কাটার বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’