পাহাড়ের প্রাচীন যান চাঁদের গাড়ি । পাহাড়ী জনপদের মানুষের প্রধান বাহন এই যানটি । শক্ত-সবল ইজ্ঞিনের জন্য এই গাড়ি সুনাম আছে । ১২-১৩ সিটের ক্ষমতা থাকলেও যাত্রী বোঝাই করে তার তিন থেকে চার গুন বেশী । আঁকা বাঁকা উচঁ নিচু পাহাড়ী পথ পাড়ি দিতে এই গাড়ির জুড়ি মেলা ভার পাহাড়ে ।
রাঙামাটির সাজেক থেকে ছবিটি তুলেছেন পাহাড়টোয়েন্টিফোর ও দৈনিক পার্বত্য চট্টগ্রামের নিজস্ব আলোকচিত্রী সমির মল্লিক