পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব বাতিলের দাবীতে বান্দরবানে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছে পার্বত্য নাগরিক পরিষদ। একই দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে তারা। বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ব্যানারে বাঙালীভিত্তিক সংগঠনগুলোর নেতাকর্মীরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।
বান্দরবান পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান সমঅধিকার আন্দোলনের নেতা নূরুল আলম খাঁ, মেহাম্মদ ইলিয়াছ, পার্বত্য নাগরিক পরিষদের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আবু তালেবসহ সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের পরও পাহাড়ে শান্তি আসেনি। চুক্তির পক্ষে বিপক্ষে অবস্থান নেয়া পাহাড়ী সংগঠনগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত রয়েছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইনের ১৩ দফা সংশোধনী প্রস্তাব অনুমোদন দেয়া হলে পাহাড়ে আরো বেশি অস্থিশীল পরিস্থিতি তৈরি হবে। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সংশোধনী প্রস্তাব বাতিল করে পাহাড়ী-বাঙ্গালী নেতাদের সমন্বয়ের মাধ্যমে ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন প্রণয়ণের দাবী জানান তারা।
সমাবেশের আগে সংশোধনী প্রস্তাব বাতিলের দাবীতে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে দাবি আদায়ে জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।