নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রভাবে ক্ষতিগ্রস্ত পার্বত্য চট্টগ্রামের ৬০০০ পরিবারের মাঝে সবজি বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটিস্থ প্রধান কার্যালয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। এসময় তিনি উন্নয়ন বোর্ড পরিচালিত পাড়াকেন্দ্রের পাড়াকর্মীদের হাতে সবজি বীজ ও কৃষি উপকরণ তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো. নুরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব), সদস্য সচিব ও সদস্য প্রশাসন আশীষ কুমার বড়ুয়া (যুগ্ম সচিব), সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপ সচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপ সচিব), টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের পরিচালক মো. জানে আলম, কমলা ও মিশ্র ফসল চাষ প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম ও বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম প্রমুখ।
উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিজস্ব অর্থায়নে দুর্গম এলাকায় বসবাসকারী ও করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত বোর্ডের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী মানুষের মাঝে সবজি বীজ ও কৃষি যন্ত্রপাতি দেয়া হবে। টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলার ৪৩০০টি পাড়াকেন্দ্রের পাড়াকর্মীদের মাধ্যমে ৬০০০ পরিবারকে এ সহায়তা দেয়া হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মাধ্যমে তিন পার্বত্য জেলায় প্রাক-প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, শিশু সুরক্ষা, মাতৃকালীন পরিচর্যা সেবার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।