ছবিতো আপনি প্রতিদিনই তোলেন,কারণে বা অকারণেই। এবার আপনার ক্যামেরায় কিংবা মোবাইলে তুলুর আপনারই প্রিয় শহর,জন্মভূমির অসাধারণ কোন দৃশ্য,হোক তা প্রাকৃতিক কিংবা বিমূর্ত। কিংবা বিষয়বৈচিত্র্যে ভরপুর। তবে অবশ্যই ছবিটি হতে হবে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি,খাগড়াছড়ি কিংবা বান্দরানের।
আপনার প্রিয় অনলাইন দৈনিক পাহাড়টোয়েন্টিফোর ডট কম এবং দৈনিক পার্বত্য চট্টগ্রাম ‘সেলফি কনটেস্ট’ এর সফল আয়োজনের পর এবার আয়োজন করছে আলোকচিত্র প্রতিযোগিতা-২০১৬,যার শ্লোগান- ‘সবুজ পাহাড়,সবুজ উপত্যকা,সবুজ পার্বত্য চট্টগ্রাম’। ক্যামেরা এবং মোবাইল দুটি ক্যাটাগরিতে দেয়া হবে পুরষ্কার। ছবি পাঠাতে হবে আগামী ৩১ ডিসেম্বর-২০১৬ এর মধ্যেই। বিজয়ীদের ছবি নিয়ে প্রকাশিত হবে ক্যালেন্ডার, স্যুভেনীর এবং ফটো এ্যালবাম। হবে আলোকচিত্র প্রদর্শনীও। এবং বিজয়ীদের জন্য আকর্ষনীয় পুরষ্কার।
ছবি পাঠানোর ঠিকানা-fazlealahicht@gmail.com
ছবি পাঠানোর শর্ত :
১. ছবিতে কোন এডিটিং করা যাবেনা
২. ছবির রেজুলেশন কমানো যাবেনা
৩. ছবিটি তোলার স্থান,সময়,তারিখ উল্লেখ করতে হবে
৪. ছবিটি অবশ্যই পার্বত্য চট্টগ্রামের হতে হবে
৫. কোন জাতি বা ধর্মের অবমাননা হয় এমন ছবি গ্রহণযোগ্য নয়
৬. ৩১ ডিসেম্বর-২০১৬,রাত ১২ টার পর কোন ছবি গ্রহণ করা হবেনা।
৭.একজন প্রতিযোগি সর্বোচ্চ পনেরটি (১৫) টি ছবি পাঠাতে পারবেন।
৮. প্রতিযোগির নাম,মোবাইল নাম্বারসহ যোগাযোগের ঠিকানা মেইলে অবশ্যই থাকতে হবে।
———————————————
নোট-
ছবি বাছাই করবেন দেশসেরা তিনজন আলোকচিত্রী
যে ক্যামেরা এবং মোবাইলে ছবি তোলা হবে তার নাম ও মডেল উল্লেখ করতে হবে