পার্বত্য অঞ্চলে অবহেলিত এলাকা চিহ্নিত করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নতুন অর্থ বছরে নতুন স্কিম/প্রকল্প গ্রহণ করা হবে বলে জানান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। সোমবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৫-১৬ অর্থ বছরে পরামর্শক কমিটির সভায় তিনি এ কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, সদস্য-বাস্তবায়ন শাহীনুল ইসলাম, সদস্য-অর্থ মোঃ মনজুরুল আলম, সদস্য-পরিকল্পনা আশীষ কুমার বড়ুয়া। সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরামর্শক কমিটি সভার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায়, মং সার্কেল চিফ রাজা সাচিংপ্রু চৌধুরী, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম চৌধুরী, খাগড়াছড়ি জেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, বাঘাইছড়ি উপজেলা খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান অমলেন্দু চাকমা, রাঙামাটি জেলা ১১৯ নং বাইজ্যাতলী মৌজা হেডম্যান থোয়াই অং মারমা, খাগড়াছড়ি জেলা ২৪২ নং পুজজগাং মৌজা হেডম্যান সুইহ্লাপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা অবসরপ্রাপ্ত শিক্ষক বাদল চন্দ্র দে, খাগড়াছড়ি জেলা সাবেক জেলা পরিষদ সদস্য ভূবন মোহন ত্রিপুরাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মংছেনলাইন রাখাইন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
vhadvhadhi parai puraton chakmader aghe prokolper onthorvhuktho korthe hobe..
Rajasthali upojelai ja kisu unnoyon hobe sob kisu 14number.
Rajasthali upojelai ja kisu unnoyon hobe sob kisu 14number.