খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মধ্যনগর গ্রামে পারিবারিক কলহের জেরে মো. আবদুল মান্নান (৫৫) নামে এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পাঁচ সন্তানের জনক আব্দুল মান্নান, নঈম উদ্দিনের ছেলে। কৃষি কাজের পাশাপাশি তিনি এলাকায় একটি চা দোকান চালাতেন বলে এলাকাবাসী জানিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত তিনদিন আগে তার পরিবারে ঝগড়াঝাটি হয়। এই কারণে তিনি অভিমান করে বাসা থেকে বের যান। গত দু’দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার দুপুরের দিকে মধ্যনগর এলাকার খাদিজা বেগম নামে এক মহিলা গরুর জন্য ঘাস কাটতে গিয়ে দুধছড়ি জঙ্গলে আব্দুল মান্নানের লাশ দেখে। পরে স্থানীয়দের খবর দিলে বিষয়টি জানাজানি হয়।
এলাকাবাসীর ধারণা, তিনি বিষপান করে আত্মহত্যা করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে গেছে।
পানছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।